নাজমুল হুদার প্রথম জানাজা সম্পন্ন, দাফন দোহারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৫ পিএম

ব্যারিস্টার নাজমুল হুদা। ছবি: সংগৃহীত

ব্যারিস্টার নাজমুল হুদা। ছবি: সংগৃহীত

তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নাজমুল হুদার কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। 

জানা গেছে, সেখানে বেলা সাড়ে ১২টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা শেষে এই রাজনীবিদের লাশ তার জন্মস্থান ঢাকার দোহারে নিয়ে যাওয়া হবে। সেখানে পর্যায়ক্রমে জয়পাড়া স্কুল মাঠে বাদ যোহর এবং পদ্মা কলেজ মাঠে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে ব্যারিস্টার নাজমুল হুদাকে সমাহিত করা হবে। 

এর আগে, রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হুদার মৃত্যু হয়।

তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিন দিন আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা, দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তী আমিনাসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।

ব্যারিস্টার নাজমুল হুদা ১৯৯১, ১৯৯৬, ২০০১ সালে পরপর ৩ বার ঢাকা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 

১৯৭৮ সালে বিএনপি গঠিত হলে এর প্রতিষ্ঠাতা সদস্য হন ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি ছিলেন দলের সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি তথ্য মন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বিএনপির নেতৃত্বাধীন সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন।

২০১২ সালে ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন। ওই বছর আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।

২০১৪ সালের ৭ মে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে একটি দল গঠন করেন।

২০১৫ সালে তৃণমূল বিএনপি নামে নতুন একটি দল গঠন করেন। এই দলটিকে কয়েকদিন আগে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে।

উল্লেখ্য, নাজমুল হুদার জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি। তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh