বেতন বাড়ছে নারী ফুটবলারদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

বাংলাদেশ নারী জাতীয় দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী জাতীয় দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশের পুরুষ ফুটবলারদের থেকে নারী ফুটবলাররা বেশ এগিয়ে। গত ছয় মাসে বাংলাদেশ নারী জাতীয় দলের পারফর্মেন্সে তা প্রমানিত।

সাফের তিনটি টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাঘিনীরা। এর মধ্যে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ পর্যায়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে নামমাত্র সম্মানী পান তারা। তবে এবার তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে বাফুফে।

বাংলাদেশ নারী জাতীয় দলের খেলোয়াড়রা মাসে কেউ ১২ হাজার, কেউ ১০ হাজার, আবার কেউ পান মাত্র ৮ হাজার টাকা করে। স্বস্তির খবর, তাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

এ প্রসঙ্গে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘মেয়েদের সঙ্গে বসেছিলাম। তারা কিছু দাবী করেছে, যা সম্পূর্ণ যৌক্তিক। ওদের আমরা মাসে ১০ হাজার টাকা দিয়ে থাকি। এই টাকা দিতেই তো আমাদের জান বের হয়ে যাচ্ছে। এখন ওরা ৫০ হাজার টাকা করে চেয়েছে।’

কাজী সালাউদ্দিন আরও বলেন, ‘ওরা ম্যাচ ফিও চেয়েছে। তাদের খাওয়ারও সমস্যা হচ্ছে বলে জানিয়েছে। এখন আমরা একজনকে দিনে ৭০০ টাকা খাওয়ার খরচ দেই। তাতেও মেয়েদের হচ্ছে না। তাদের আরো খাদ্য দরকার। এখন তারা যে খাদ্য চাচ্ছে তাতে প্রতিদিন ১১০০ থেকে ১২০০ টাকা লাগবে। এ ছাড়াও মেয়েরা চেয়েছে উন্নতমানের বুট। ওরা যা যা চেয়েছে সবাই যৌক্তিক।’

তিনি বলেন, ‘ওরা যে জিনসগুলো চেয়েছে সেটা আমরা খেলোয়াড় থাকতে পাইনি। তার মানে এই নয় যে, আমি থাকতে ওরা পাবে না। এখন আমি চেষ্টা করছি এগুলোর ব্যবস্থা করতে পারি কিনা। ওরা ৫০ হাজার টাকা করে চেয়েছে। আমি দিতে চাই ৪০ হাজার টাকা করে। তার পর দেখা যাক কি হয়।’

কতজন নারী ফুটবলারকে মাসে ৪০ হাজার টাকা করে বেতন দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এমন প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, ‘এটা শুধু জাতীয় দলের জন্য। জাতীয় দলের খেলোয়াড় ধরা হয় ৩০ জন। বাকি ৩০ জন বয়সভিত্তিক। আমরা ক্যাটাগরি করে মেয়েদের বেতন বাড়িয়ে দেবো।’

ফুটবলারদের বেতন বাড়ানোর কথা উঠলেও দলের প্রধান কোচ গোলাম রব্বানি ছোটনের বেতন বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তাদেরকে কিভাবে সাপোর্ট দেবো সে চিন্তা আমার আছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh