নাটকীয়ভাবে পিএসজিকে জেতালেন মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪২ পিএম

মেসির জয়ে পিএসজির জয়। ছবি: সংগৃহীত

মেসির জয়ে পিএসজির জয়। ছবি: সংগৃহীত

রুদ্ধশ্বাস ম্যাচের শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল পিএসজি। ফের একবার পায়ের জাদুতে বিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানালেন মেসি। আর মেসির পায়ের জাদুতেই কিছুটা হলেও দুঃসময় কাটিয়ে উঠতে সক্ষম হল পিএসজি। তবে পিএসজি সমর্থকদের জন্য খারাপ খবর এদিনের ম্যাচে চোটের কবলে পড়লেন তাদের তারকা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। গোলবন্যার ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই চোটে পড়ে মাঠ ছাড়েন নেইমার। 

গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে গোল উৎসবের লিগ ওয়ানের ম্যাচে লিলের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি। এই জয়ের ম্যাচে একসাথে খেলেছে ফুটবল তারকা এমবাপ্পে, নেইমার এবং মেসি। ম্যাচে জোড়া গোল দিয়েছে এমবাপ্পে। আর একটি করে গোল করেছেন নেইমার এবং মেসি।

এদিন ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল পিএসজি। নেইমারের লম্বা পাস থেকে খানিক দৌড়ে গিয়ে দলকে লিড এনে দেন এমবাপ্পে। এর ছয় মিনিট পরেই নেইমারের গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। তবে ২৪তম মিনিটেই একটি গোল পরিশোধ করে দেন লিলের ব্যাফোড দিয়াকিত। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পিএসজি।

বিরতি শেষে ধাক্কা খায় পিএসজি। ৪৮তম মিনিটে লিলের খেলোয়াড়দের ট্যাকেলে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার। এর ১০ মিনিট পরেই ডি-বক্সের ভিতরে ভেরাত্তির ফাউলে পেনাল্টি পেয়ে যায় লিলে। স্পট কিক থেকে জিয়ানলুইজি ডোনারুমাকে ফাঁকি দিয়ে পিএসজির জালে বল জড়িয়ে দেন জোনাথন ডেভিড। এতে খেলা ২-২ গোলে সমতা হয়ে যায়।

সমতায় ফেরা লিলে ম্যাচের ৬৯ মিনিটে গোল করে এগিয়েও গিয়েছিল। জোনাথন বামবার গোল করে সফরকারীদের ৩-২ গোলে লিড এনে দেন। পিএসজির মনেও পরাহয়ের শঙ্কা ঝেঁকে বসে। কিন্তু ৮৭তম মিনিটে আবারও গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। তার গোলে সমতায় ফেরে পিএসজি।

ম্যাচের নাটকীয়তা তখনও বাকি ছিল। ম্যাচের অতিরিক্ত সময়ে ফাউলের শিকার হয়ে ফ্রি কিক পায় পিএসজি। এই ফ্রি কিক থেকেই অসাধারণ একটি গোল করেন লিওনেল মেসি। এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে সবার উপরেই টিকে থাকল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইর পয়েন্ট ২৩ ম্যাচে ৪৯। আর ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিলে রয়েছে পঞ্চম স্থানে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh