আইসিইউ’তে বিসিবি পরিচালকের স্ত্রী, মেডিকেল বোর্ড গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

অগ্নিকাণ্ডের ঘটনায় সামা রহমান সিনহাসহ অন্যান্য দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ছবি: সংগৃহীত

অগ্নিকাণ্ডের ঘটনায় সামা রহমান সিনহাসহ অন্যান্য দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ক্রিকেট বোর্ডের পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সামা রহমান সিনহা (৩৮) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সামা রহমান সিনহাসহ অন্যান্য দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বার্নের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালকে প্রধান করে আহতদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডে আমিও রয়েছি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি ও থোরাসিক সার্জারির চিকিৎসকরাও রয়েছেন।’

ইনস্টিটিউটের সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন আরও বলেছেন, ওপর থেকে নিচে পড়ায় তার (সামা রহমান সিনহা) শরীরে বিভিন্ন আঘাত রয়েছে। এখানে আসা আরও দুইজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।

হাসপাতালে আসা স্বজনদের সূত্রে জানা গেছে, সামা রহমান সিনহা তার পরিবারের সদস্যদের লিফটে নামিয়ে দেন। কাজের মেয়ে ও তিনি পরবর্তী সময়ে লিফটে ওঠেন। লিফট ৭ তলায় বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় লিফটের কাচের দরজা ফাঁক করে সাততলায় বের হন। সেখানে আগুন তার শরীরের পেছন দিকে লেগে যায়। পরে তিনি বেলকনিতে গিয়ে নিচে সুইমিংপুলের পানিতে লাফিয়ে পড়েন।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়। পরে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh