পুলিশি হেফাজতে নির্যাতন

চট্টগ্রামে ওসি-এসআইয়ের বিরুদ্ধে মামলার আবেদন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪২ পিএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৫ পিএম

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ও এসআই আবদুল আজিজ। ফাইল ছবি

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ও এসআই আবদুল আজিজ। ফাইল ছবি

পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে সিএমপির পাঁচলাইশ থানার ওসি ও এক এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। আদালত পুলিশ সুপার পদ মর্যাদার নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে আগামী ২৭ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন।

গত বছরের ১০ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগী মায়ের ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে করা আন্দোলনে পুলিশের হাতে গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার সৈয়দ মোস্তাকিম এ মামলা করেন।

আদালত একই সাথে বাদী ও তার পরিবারের নিরাপত্তা বিধানের জন্যে কেন নির্দেশ প্রদান করবে না সে বিষয়ে আসামিদের ১৪ দিনের মধ্যে জবাব দিতে বলেছেন।

মামলায় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন (৪২) এসআই আবদুল আজিজ (৩৮) ছাড়াও অজ্ঞাতনামা আরো এক পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান জানান, পুলিশি হেফাজতে মোস্তাকিমকে নির্যাতনের অভিযোগে ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ শেষে সিআইডিকে তদন্তে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, সৈয়দ মোস্তাকিম তার মাকে গত ৭ বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করান। সম্প্রতি ডায়ালাইসিসের মূল্য বেড়ে যাওয়ায় তিনিসহ রোগীর স্বজনরা মিলে আন্দোলন করেন। গত ১০ জানুয়ারি তারা চমেক হাসপাতালের প্রধান গেটে জড়ো হয়ে মানববন্ধন করেন। পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে এসে আন্দোলনকারীদের ওপর চড়াও হন। একপর্যায়ে ওসি নাজিম মোস্তাকিমকে আটক করে প্রথমে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের নিচে মারধর করেন। 

আটক মোস্তাকিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান। পরবর্তী থানায় তাকে মারধর ও নির্যাতন করা হয়। মারধরের সময় এসআই আবদুল আজিজ মোস্তাকিমকে বলেন, ওসি নাজিম স্যারের সঙ্গে আর বেয়াদবি করবি? 

এসময় ওসি নাজিম বলেন, ‘শালারে রিমান্ডে এনে থানায় পিটাতে হবে, তারপর বুঝবি পুলিশ কী জিনিস?’ এরপর থানায় মারধরের বিষয়টি ফাঁস করলে মোস্তাকিমকে ক্রসফায়ার দেওয়ার হুমকি দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh