বরিশাল নগরীর শিশুরা খেতে পারেনি ভিটামিন এ প্লাস ক্যাপসুল

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম

শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ছবি: ফাইল

শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ছবি: ফাইল

সারাদেশে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) প্রতিটি জেলা এবং উপজেলায় শিশুদের খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল।

তবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় পালন হয়নি ভিটামিন ‘এ প্লাস ক্যাম্পেইন’ কর্মসূচি। এর ফলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বঞ্চিত হয়েছে নগরীর প্রায় ৬২ হাজার শিশু।

তাছাড়া পূর্ব ঘোষণা ছাড়াই কর্মসূচি পালন না করায় টিকা কেন্দ্রে এসে শিশুদের নিয়ে বিমুখ হয়ে ফিরে যেতে হয়েছে অভিভাবকদের। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই।

তবে এ বিষয়ে দায় নিতে চাচ্ছে না বরিশাল সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ। তারা ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি পালন না করার ঘটনায় একে অপরকে দায়ী করছে।

সরেজমিনে দেখা যায়, সোমবার সকাল থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল, নবগ্রাম রোড সূর্যের হাসি ক্লিনিকসহ বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকেরা জড়ো হন। কিন্তু ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় না শুনে আবার ফিরে যান তারা।

শেবাচিম হাসপাতালে কন্যা সন্তানকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আসা বান্দরোডের বাসিন্দা আল আমিন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টার দিকে কন্যা সন্তানকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে আসি। কিন্তু টিকা কেন্দ্রে এসে শুনতে পাই বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন হচ্ছে না। তবে এর সঠিক কারণ জানা নেই টিকা কেন্দ্রের স্বাস্থ্য কর্মীদের।

এ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্র বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি সারাদেশে সোমবার পালিত হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিসিসিকে জানানো হয়নি।

তিনি বলেন, গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে গত রবিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালককে ফোন দিয়েছি। তিনি বিষয়টির জন্য অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। পরে সেখানে যোগাযোগ করে বিসিসির এক কর্মকর্তাকে রবিবার রাতেই ঢাকায় পাঠিয়েছি।

তিনি বলেন, মেয়রের সঙ্গে আলোচনা করে ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি পালন করা হবে জানিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা. শুভ্র বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ২২০টি কেন্দ্রে ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে। সিটি এলাকায় কবে এই কর্মসূচি পালন করা হবে তা মাইকিং করে জানিয়ে দেয়া হবে।

অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ুন শাহীন খান বলেন, ২০ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর কথা। কিন্তু এদিন বরিশাল সিটি কর্পোরেশন এই কর্মসূচি পালন করতে পারেনি। সিটি কর্পোরেশন স্বাস্থ্য অধিদপ্তর থেকে ক্যাপসুল আনতে পারেনি।

তিনি বলেন, সিটি কর্পোরেশনকে আলাদাভাবে জানানোর কিছু নেই। স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবশ্যই বরিশাল সিটি কর্পোরেশনকে বিষয়টি অবগত করেছে। কিন্তু তা সত্যেও কেন শিশুদের ক্যাপসুল খাওয়ানো হলো না, সে বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে সিটি কর্পোরেশন বাদে বরিশাল বিভাগের সকল জেলা এবং উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh