শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৩ এএম

পাঁচ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

পাঁচ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে, গতকাল সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ সকাল ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি। 

উল্লেখ্য, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh