জুতা পায়ে শহীদ মিনারে কলেজ অধ্যক্ষ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০২ পিএম

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ছবি: জামালপুর প্রতিনিধি

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহের মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাইদ সাদার বিরুদ্ধে শহীদ মিনারে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদনের অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে।

অধ্যক্ষের এমন ঘটনা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবি জানিয়েছেন সচেতনমহল।

প্রত্যক্ষদর্শীরা জানান, অধ্যক্ষ আবু সাইদ সাদা সকালে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে যান। এসময় অধ্যক্ষ কালো রঙয়ের কেডস (জুতা) পায়ে দিয়েই শহীদ মিনারের মূল বেদিতে উঠে পুস্পস্তবক অর্পণ করেন। তাকে একইসাথে ফটোসেশন করতেও দেখা যায়।

জামালপুর ভাষা ও মুক্তি সংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি আলী ইমাম দুলাল বলেন, শহীদ মিনারে জুতা পায়ে ওঠা চরম অপরাধ। সেটা যদি কোনো অধ্যক্ষ করেন তাহলে অমার্জনীয় অপরাধ। এ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভাগীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ আবু সাইদ সাদা জানান, এটা অনিচ্ছাকৃত ভুল। বিষয়টি খেয়াল করতে পারিনি।

এ বিষয়ে জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা মুঠোফোনে বলেন, বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh