ভাইয়ের লাঠির আঘাতে বোন নিহত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে বড়ভাইয়ের লাঠির আঘাতে সুলতানা আক্তার মীম (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছেন।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুর চর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলতানা আক্তার মীম ওই গ্রামের আবু সাইদের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

এ ঘটনায় বড়ভাই মামুন মিয়া (১৮) পুলিশের হাতে আটক হয়েছেন। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, কিশোরী সুলতানা আক্তার মীমের বাঘার চর এলাকায় বিয়ে হয়েছিল। কিছুদিন আগে দাম্পত্য কলহের জের ধরে তার তালাক হয়। তালাকের পরও সাবেক স্বামীর সাথে মীম যোগাযোগ অব্যাহত রাখলে বড়ভাই মামুন ক্ষিপ্ত ছিলেন। এ নিয়ে ভাই-বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

স্থানীয়দের ধারনা, বুধবার সকালে এ বিষয় নিয়ে মীম ও মামুনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন তার বোন মীমকে আঘাত করে। এতে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর বলেন, ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও জিজ্ঞাসাবাদের জন্য বড়ভাই মামুনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh