রাজশাহীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৩ পিএম

হেরোইনসহ আটককৃত নারী মাদক ব্যবসায়ী। ছবি: রাজশাহী প্রতিনিধি

হেরোইনসহ আটককৃত নারী মাদক ব্যবসায়ী। ছবি: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ৪০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, মঙ্গলবার রাতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ডিমভাংগা মাদারপুর এলাকায় অপারেশন পরিচালনা করে ৪০০ গ্রাম হেরোইনসহ ওই এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে এবং মৃত মাসুদ রানার স্ত্রী এলিনা বেগমকে (২৯) আটক করে।

আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh