গ্রামীণফোনের নেটওয়ার্ক ৩ ঘণ্টা পর স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৩ পিএম

 গ্রামীণফোনের নেটওয়ার্ক। ছবি: সংগৃহীত

গ্রামীণফোনের নেটওয়ার্ক। ছবি: সংগৃহীত

বিপর্যয়ের প্রায় ৩ ঘণ্টা পর দেশের মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক  স্বাভাবিক হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খাইরুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর ১টা ৫০ মিনিটে সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।

এর আগে, বেলা পৌনে ১২টার দিকে অপটিক্যাল ফাইবার কেবল কাটা পড়ে রাজধানীসহ দেশের অনেক জায়গায় গ্রামীণফোনের নেটওয়ার্ক বিপর্যয় হয়।

প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায়, সড়ক মেরামতের সময় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে তিন জায়গায় কেবল কাটা পড়েছিল।

এ ঘটনায় গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেওয়া হয়।

এতে বলা হয়, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh