মেলায় এলো বিএনপি নেতা মোশাররফের বই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩১ পিএম

অমর একুশে গ্রন্থমেলায় ‘আমার রাজনীতির রোজনামচা’ নামে নতুন বই প্রকাশ। ছবি: সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলায় ‘আমার রাজনীতির রোজনামচা’ নামে নতুন বই প্রকাশ। ছবি: সংগৃহীত

অমর একুশে গ্রন্থমেলায় ‘আমার রাজনীতির রোজনামচা’ নামে নতুন বই প্রকাশ করেছেন বিএনপির স্থানী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বইমেলায় অনন্যা প্রকাশনীর স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

এসময় খন্দকার মোশাররফ বলেন, বইটি বেশ সাড়া ফেলবে বলে আশা করি। কারণ, রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে এমন বই খুব কমই রয়েছে। আমি কখনো সরকারের কখনো বিরোধী দলের হয়ে দেশের ও মানুষের জন্য কাজ করেছি। আমার জীবনের অভিজ্ঞতা থেকে নানা বিষয় তুলে ধরেছি, যা শিক্ষণীয়।

বিএনপির এই নেতা বলেন, এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অভিজ্ঞতাসহ নানা বিষয় এখানে লেখা আছে। ২০২২ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত ঘটনাপ্রবাহ লেখা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বইপ্রেমীরাও ভিড় করেন প্যাভিলিয়নে। তাই প্রথম দিনে নিয়ে আসা ১৫০টি বইয়ের সবগুলো কপি বিক্রি হয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh