পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের সদর উপজেলার নিজকল্পা গ্রামের মেহগনি গাছের বাগান থেকে পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, নিহত পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ছেলে। তিনি পুলিশ কনস্টেবল হিসাবে সুনামগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। গত শুক্রবার রাতে নিজ বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি। শনিবার বিকালে নিজকল্পা গ্রামে আমিনুল ইসলামের মেহগনি বাগানে সাহানা বেগম নামে একজন পাতা কুড়াতে গেলে লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়রা থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। ঘটনার রহস্য অচিরেই উদঘাটন করা হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh