কেজরিওয়ালের ঘনিষ্ঠ মনীশ সিসোদিয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ পিএম

দিল্লির উপমুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। ছবি: সংগৃহীত

দিল্লির উপমুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। ছবি: সংগৃহীত

অবশেষে গ্রেপ্তার করা হলো দিল্লির উপমুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়াকে। 

আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই তাঁকে গ্রেপ্তার করে। দিল্লিতে আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে আগেই মামলা হয়েছিল।  

উপমুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের আগে দিল্লির বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়। আম আদমি পার্টির কর্মী-সমর্থকেরা বিক্ষোভ করেন জায়গায় জায়গায়।

আম আদমি সরকার ক্ষমতায় আসার পর গত বছর দিল্লির আবগারি নীতি বদল করা হয়। সরকারি নিয়ন্ত্রণ তুলে দিয়ে মদ বিক্রির বেসরকারীকরণ করা হয়। নীতি ও রীতি বদলের সেই সিদ্ধান্তের পেছনে বিপুল অর্থের লেনদেন হয়েছিল বলে উঠেছে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে সিবিআই এর আগে একাধিকবার উপমুখ্যমন্ত্রী সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ করেছিল।

গত বছর সিসোদিয়ার বাড়ি, অফিসসহ বিভিন্ন জায়গায় সিবিআই তল্লাশি চালিয়েছিল। খতিয়ে দেখা হয়েছিল তাঁর ব্যাংকের লকার ও বিভিন্ন নথি। তাঁর সঙ্গে ১৪ জনের বিরুদ্ধে এফআইআরও করেছিল সিবিআই। ৭ জনের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়েছে। 

যদিও সিসোদিয়ার নাম তাতে নেই। গত রোববার তাঁকে ডেকে পাঠানো হলে তিনি বাজেট প্রস্তুতির জন্য দিনকয়েকের সময় চেয়েছিলেন। অর্থ ও শিক্ষা মন্ত্রণালয়ের ভার রয়েছে উপমুখ্যমন্ত্রীর কাছে। তিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সবচেয়ে ঘনিষ্ঠদের একজন।

এক সপ্তাহ পর রবিবার তাঁকে আবার তলব করা হয়। সকালে সমর্থকদের সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে সিসোদিয়া সিবিআই সদর দপ্তরে হাজির হন। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সিবিআই জানায়, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।




সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh