তুরস্কে ফের ভূমিকম্প, ধসে পড়েছে ভবন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র তিন সপ্তাহ আগে তুরস্কে হওয়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ তুরস্ক সিরিয়ার বেশ কয়েকটি এলাকা।

এর মধ্যেই আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে ফের কেঁপে উঠল তুরস্কের দক্ষিণাঞ্চল। খবর এপির।

তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা বলছে ভূমিকম্পটি মালাটিয়া প্রদেশের ইয়াসিলিয়ার্ট শহরে আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক ছয়।ভূমিকম্পে বেশকিছু ভবন ধসে পড়েছে। তবে, এতে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

ভূমিকম্পে একের পর এক ভবন ভেঙে পড়ার পেছনের কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে তুরস্ক সরকার। চলছে তদন্ত। ভেঙে পড়া ভবনগুলো নির্মাণের সময় কোনো ত্রুটি ছিল কি না, থাকলে এর পেছনে কার গাফিলতি রয়েছে—এসব খুঁজে বের করতে ছয় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ১৮৪ জনকে।

৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পে তুরস্কে ১ লাখ ৬০ হাজারের বেশি ভবন ভেঙে পড়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্কের বিরোধী দল ও বিশেষজ্ঞদের অনেকের অভিযোগ, প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রশাসন ভবন নির্মাণের নিয়মনীতি মানতে এবং এই খাতের অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

৬ ফেব্রুয়ারির ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে রিসেপ তাইয়েপ এরদোয়ান গাফিলতির বিষয়টি স্বীকার করে নিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার। এর পরিপ্রেক্ষিতে বড় পরিসরে তদন্ত শুরু হয়েছে। চলছে গ্রেপ্তার। ইতিমধ্যে তুরস্ক সরকার ঘোষণা দিয়েছে, যেসব ভবনের বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো একেবারে গুঁড়িয়ে দিয়ে নতুন ভবন নির্মাণ করে দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh