ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০১ পিএম

আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন। ছবি: সংগৃহীত

ঢাকায় প্রায় ৪৫ বছর পর ফের চালু হলো লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার দূতাবাস। বাণিজ্য ও নাগরিকদের যোগাযোগ বৃদ্ধির লক্ষ্য ঢাকায় এ দূতাবাস চালু করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে দূতাবাস উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ‌টি একটি ঐতিহাসিক ঘটনা।

দুই দেশের জন্য আনন্দের। অভিনন্দন জানাচ্ছি আর্জেন্টিনাকে। এই দূতাবাসের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।

প্রতিমন্ত্রী বলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে চিঠি দেন। আর্জেন্টিনাও সেসময়ে ইতিবাচক সাড়া দিয়েছিলো।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। কয়েকবছর পর জান্তা সরকারের সময় অ্যাম্বাসি বন্ধ হয়ে যায়। বাংলাদেশের মানুষ আর্জেন্টিনার জন্য অনবরত ভালোবাসা দেখিয়ে গিয়েছে। তারা আর্জেন্টিনাকে ভুলে যায়নি, সেজন্যই আবারও বাংলাদেশে দূতাবাস চালু করছি।

এদিন সকালে ঢাকায় পৌঁছান আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। এরপর বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh