বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত সচিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৭ পিএম | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯ পিএম

বাংলাদেশ সরকার। ফাইল ছবি

বাংলাদেশ সরকার। ফাইল ছবি

প্রশাসনের আরও এক কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। মো. হুমায়ুন কবির নামের এই কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত ছিলেন।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. হুমায়ুন কবির (২০২১৪)কে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩(১)(ক) অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৩ থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh