হ্যামস্ট্রিংয়ে চোটে এল ক্লাসিকো থেকে লেভানদোভস্কির বিদায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫০ পিএম

লেভানদোভস্কি। ছবি: সংগৃহীত

লেভানদোভস্কি। ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা। শিরোপা জয়ের পথে বেশ দুরন্ত গতিতে ছুটছে কাতালান জায়ান্টরা। কিন্তু হঠাৎ করেই ছন্দপতনের মুখে পড়েছে কোচ জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ইউরোপা লিগের ম্যাচে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে শুরু। এরপর লা লিগায় রেলিগেশন জোনে থাকা আলমেরিয়ার বিপক্ষে লজ্জার পরাজয়ে মুখ থুবড়ে পড়েছে বার্সার। কিন্তু এমন দুঃসংবাদের মধ্যেই ধাক্কা খেয়েছে দলটি।

আলমেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হারের ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান দলটির নিয়মিত স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ফলে কয়েক দিন পরেই এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন পোলিশ এই তারকা।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) লেভানদোভস্কির ইনজুরির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে বার্সেলোনা। কিন্তু লেভানদোভস্কি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন, এ সম্পর্কে বিবৃতিতে কিছুই জানানো হয়নি।

তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, দুই সপ্তাহ পর্যন্ত লাগতে পারে সেরে উঠতে। এটি যদি সত্যি হয় তাহলে পোলিশ এই তারকা ছাড়াই কোপা দেল রের সেমিফাইনালে রিয়ালের মোকাবিলা করতে হবে বার্সাকে। এ ছাড়া লিগে পরবর্তী দুই ম্যাচে ভালেন্সিয়া ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচও মিস করবেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh