খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৯ পিএম

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে গণমাধ্যমকে ব্রিফ করছেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে গণমাধ্যমকে ব্রিফ করছেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা আগের মতোই আছে, তেমন কোনো পরিবর্তন হয়নি।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার করতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক পরীক্ষার বিভিন্ন রিপোর্ট আগামীকাল পাওয়া যেতে পারে। রিপোর্ট দেখে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ হবে বলেও জানান তিনি।

এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এ সময় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া।

প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবরণের পর সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়া প্রায় তিন বছর ধরে গুলশানে নিজ বাসা ‘ফিরোজা’য় রয়েছেন। ৭৭ বছর বয়সী এই রাজনীতিবিদ আর্থারাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh