বুধবার পুনঃপ্রকাশিত হবে প্রাথমিক বৃত্তির ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৫ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি: সংগৃহীত

কারিগরি ত্রুটির কারণে পুনরায় যাচাইয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২-এর প্রকাশিত ফল স্থগিত করা হয়েছে।

বুধবার (১ মার্চ) বিকেলে পুনরায় এই ফল প্রকাশিত হবে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ফল প্রকাশের কয়েক ঘণ্টা পর প্রকাশিত এই ফলাফল স্থগিত করা হয়েছে। সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কক্ষে সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ করেন প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার জন ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৩৮৩ জন বৃত্তি পেয়েছে ।_বাসস 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh