নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৯:৪১ এএম | আপডেট: ০১ মার্চ ২০২৩, ১১:০০ এএম

ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

এলপি গ্যাস, তেল, চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর এলাকায় এ সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ বাসদের জেলা সমন্বয়ক আসাদুল ইসলাম, জেলা নারী মুক্তি পরিষদের আহ্বায়ক চয়নিকা মজুমদার, জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব প্রমুখ। এসময় বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে অবিলম্বে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবি জানান। আসন্ন রমজানে সাধারণ মানুষের যাতে নাভিশ্বাস না উঠে সেদিকে সরকারকে নজর দিতে হবে বলেও তারা জোর দাবি জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh