মালদ্বীপে আ.লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ওমর ফারুক , মালদ্বীপ প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১১:৪৪ এএম

মালের রোড সিক্সটি সিক্স রেস্টুরেন্টে মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিনিধি

মালের রোড সিক্সটি সিক্স রেস্টুরেন্টে মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের মালদ্বীপ শাখা। অমর একুশে ফেব্রুয়ারি উদযাপনে মালদ্বীপের পর্যটন ও বাণিজ্যিক শহর মালের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপ শাখা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

গত রবিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১১টায় রাজধানী মালের রোড সিক্সটি সিক্স রেস্টুরেন্টে মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে শহীদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সভাপতি দুলাল মাতবর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের সিও ও মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও ফোর এল ইন্টারন্যাশনালের সিইও মো. হাদিউল ইসলাম। 

ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ব্যবসায়ী মো. মুজিবুর রহমান, সহ-সভাপতি মো. ফয়েজুর রহমান, সহ-সভাপতি শাহ্জালাল শিকদার, সহ-সভাপতি গাজী সাদেক, সহ-সভাপতি নুর আলম ভুঁইয়া, ফুড এন্ড ফুড'স কোম্পানির সিও ও যুগ্ম-সম্পাদক নুরে আলম রিন্টু, মো. মনির হোসেন, মো. দেলোয়ার হোসেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হাজী সাদেক, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রাজু, উপ-প্রচার সম্পাদক এনামুল হক জাকির, অর্থ বিষয়ক সম্পাদক গাজী জাহিদ, সাংস্কৃতিক সম্পাদক জামাল খান, নাসির হোসেন পারভেজ, মো. সুমন হোসেন, মো. হুমায়ুন গাজী, মো. সোহেল রানা, মো. রফিকুল ইসলাম, মো. বিল্লাল খান প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা মাতৃভাষার অস্তিত্ব রক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে বাংলা ভাষাভাষী মানুষ তথা দেশের মেধাবী ছাত্ররা রাজপথে ভাষার জন্য জীবন দিয়েছিলেন। ভাষার জন্য তাদের সেই আত্মত্যাগকে স্মরণ করে বিশেষ করে ভাষা শহীদদের অবদানের স্বীকৃতি হিসেবে আজ অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বে পরিচিত। এটি আমাদের জন্য গর্বের, অহংকারের ও আত্মমর্যাদার। মাতৃভাষার কল্যাণে আজকে সারা পৃথিবীতে যে কার্যক্রম পরিচালিত হয় তার বীজ রোপণ করেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 

অনুষ্ঠানে মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উল্লেখযোগ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে নৈশভোজের মধ্যে দিয়ে উপস্থিত সকল অতিথিবৃন্দের আপ্যায়ন করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh