আশুলিয়ায় ডিবির জালে ধরা মাদককারবারি

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১২:৫৪ পিএম | আপডেট: ০১ মার্চ ২০২৩, ১২:৫৭ পিএম

মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম। ছবি: আশুলিয়া প্রতিনিধি

মাদক ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম। ছবি: আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ায় এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. শফিকুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

আজ বুধবার (১ মার্চ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে শফিকুলকে গ্রেপ্তার করা হয়। 

শফিকুল রংপুর জেলার পীরগাছা থানার শ্রীকান্ত মধুরাম গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে আশুলিয়ার নরসিংপুরের বাংলা বাজার এলাকার মোন্তা মেম্বারের বাড়ির ভাড়াটিয়া। 

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ শফিকুলকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল। 

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ জানান, আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh