ময়মনসিংহে মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৫:৩৮ পিএম

হত্যাকাণ্ডের শিকার আকলিমা বেগমের লাশ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

হত্যাকাণ্ডের শিকার আকলিমা বেগমের লাশ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছেলের কুড়ালের কুপে আকলিমা বেগম (৪৬) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় ছেলে রকিবুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সিমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম ওই এলাকার আব্দুর রাশিদের স্ত্রী।

নিহতের আরেক ছেলে রাহাত মিয়া বলেন, গতকাল মঙ্গলবার রাতে মা ঘরের লাইট বন্ধ করে শুয়ে ছিলেন। রাত ১১ টার দিকে সবার ছোট ভাই রাহুল ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দিলে পরিবারের অন্যরা ছুটে আসেন। পরে আকলিমা বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাহাত মিয়া আরো বলেন, গ্রেপ্তার রকিবুল হক এইচএসসি পাশ। গত দুই থেকে আড়াই বছর আগে বাড়ির জায়গা বিক্রি করে রকিবুল হকের সেনাবাহিনীতে চাকরির জন্য ৭ লাখ টাকা দেওয়া হয় স্থানীয় এক দালালকে। চাকরি না হওয়ায় দালাল পালিয়ে যায়। পরে ওই ৭ লাখ টাকা আর ফেরত পাইনি আমরা। এর পর থেকে রকিব পাগলের মত আচরণ করে। এলোমেলো ঘোরাফেরা করতো। তার অনেক চিকিৎসা করালেও তিনি ভালো হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, রকিব কিছুটা মানসিক রোগী। তার মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh