টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৬:৫১ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা। ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা। ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের (২০২২-২৩) জন‌্য দুই লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন হয়েছে। চলতি অর্থবছরে মূল এডিপিতে বরাদ্দ দুই লাখ ৪৬ হাজার কোটি টাকা থেকে ১৮ হাজার ৫শ’ কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থায়ন ১ লাখ ৫৩ হাজার ৬৬ কোটি ৯ লাখ টাকা এবং বৈদেশিক উৎস থেকে অর্থায়ন ৭৪ হাজার ৫০০ কোটি টাকা।

আজ বুধবার (০১ মার্চ) শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন করা হয়। সভায় এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য বছরের মতো এ বছরেও দেশের সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনা নিয়ে ২০২২-২০২৩ অর্থ বছরের সংশোধিত এডিপি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তার লক্ষ্যে কৃষি, কৃষিভিত্তিক শিল্প, বিদ্যুৎ খাত, দারিদ্র হ্রাসকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়ন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার, কোভিড-১৯ মোকাবিলা, অধিক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, খাদ্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন, দারিদ্র্য বিমোচন তথা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে।

২০২২-২০২৩ অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প সংখ্যা ১৫২৫টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১৪১০টি কারিগরি সহায়তা প্রকল্প ১১৫টি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান/কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ১০২টি প্রকল্পসহ সংশোধিত এডিপির সর্বমোট প্রকল্প দাঁড়াবে ১৬২৭টি।

এডিপিতে সর্বোচ্চ বরাদ্দের ১০টি মন্ত্রণালয়/বিভাগ হচ্ছে-

১. পরিবহন ও যোগাযোগ: প্রায় ৬১ হাজার ৮১০ কোটি টাকা (২৭.১৬ %)।

২. বিদ্যুৎ ও জ্বালানি: প্রায় ৩৮ হাজার ৩১৭ কোটি টাকা (১৬.৮৪ %)।

৩. গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি: প্রায় ২৫ হাজার ৯৩৯ কোটি টাকা (১১.৪০ %)।

৪. স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: প্রায় ২০ হাজার ২৩১ কোটি (৮.৮৯ %)।

৫. শিক্ষা: প্রায় ১৮ হাজার ৪৩১ কোটি টাকা (৮.১০ %)।

৬. স্বাস্থ্য: প্রায় ১২ হাজার ৭৪৫ কোটি (৫.৬০ %)।

৭. পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: প্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকা (৫.৫৪ %)।

৮. কৃষি: প্রায় ৯ হাজার ৩৯৪ কোটি টাকা (৪.১৩ %)।

৯. শিল্প ও অর্থনৈতিক সেবা: প্রায় ৪ হাজার ৬৮৯ কোটি টাকা (২.০৬ %)।

১০. ধর্ম, সংস্কৃতি ও বিনোদন: প্রায় ৪ হাজার ২৭১ কোটি টাকা (১.৮৮ %)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh