অডিও কাণ্ডে উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৮:৪০ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়, অডিও ফাঁস, ইবি, শিক্ষা, তদন্ত কমিটি গঠনের দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়, অডিও ফাঁস, ইবি, শিক্ষা, তদন্ত কমিটি গঠনের দাবি

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কন্ঠসদৃশ কয়েকটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের এক সাধারণ সভায় উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়।

আজ বুধবার (১ মার্চ) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে, উপাচার্যের কন্ঠসদৃশ অডিও ধারণের উৎস উদঘাটনের জন্য উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের দাবি জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ভাইরাল অডিও ক্লিপগুলো উপাচার্যের কন্ঠসদৃশ বলে প্রতীয়মান হওয়ায়, সভায় উপস্থিত সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার নিমিত্তে উপাচার্য এ বিষয়ে লিখিতভাবে অনতিবিলম্বে তার অবস্থান পরিষ্কার করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

এছাড়া উপাচার্যের কন্ঠসদৃশ অডিও এবং ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরসমূহ বিশ্লেষণপূর্বক শিক্ষক সমিতিকে সম্পৃক্ত করে অস্বস্তিকর অবস্থা থেকে পরিত্রাণের নিমিত্তে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সরকারী সকল দপ্তরে পত্র প্রেরণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh