অভিনেত্রী শিমু হত্যা: বোনসহ দুজনের সাক্ষ্যগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৯:২৫ পিএম

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। ছবি: সংগৃহীত

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু। ছবি: সংগৃহীত

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় তার স্বামী সাখাওয়াত আলী নোবেল ও বন্ধু এস এম ফরহাদের বিরুদ্ধে দুজন সাক্ষ্য দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিকুল ইসলামের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ মার্চ দিন ধার্য করেছেন।

আজ সাক্ষ্য দেন—শিমুর বোন ফাতেমা বেগম ও বাড়ির দারোয়ান তারিক হোসেন।

২০২২ সালের ১৭ জানুয়ারি সকাল ১০টায় কেরানীগঞ্জ থেকে নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় শিমুর ভাই হারুনুর রশীদ বাদী হয়ে কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর ওদিন রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

পরদিন এ দুই আসামিকে আদালতে হাজির করলে মামলার তদন্তের স্বার্থে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষ হওয়ার পর থেকে আসামিরা কারাগারে আছেন।

আর গত বছরের ২৯ নভেম্বর শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh