২১ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৪:২১ পিএম

হেরোইন। ছবি: ফাইল

হেরোইন। ছবি: ফাইল

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ২১২ গ্রাম হেরোইনসহ মো. আবু বকর সিদ্দিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শুক্রবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ এর এএসপি এনায়েত করিম। জব্দ করা হেরোইনের বাজার মূল্য ২১ লাখ টাকা বলে দাবি র‌্যাবের এই কর্মকর্তার।    

র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার পশ্চিম জুরাইন এলাকা থেকে মো. আবু বকর সিদ্দিক (৩৩) নামের যুবককে ২১২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। সে একজন পেশাদার মাদক কারবারি।

সিদ্দিক সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তার বিরুদ্ধে বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh