৯ রানে নেই তিন উইকেট, তবুও লড়াইয়ে ফেরার চেষ্টা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৫:২১ পিএম

ব্যাট হাতে তামিম। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে তামিম। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের পাহাড়সম রান তাড়া করে শুরুতেই এলেমেলো বাংলাদেশ। স্যাম কারেনের বোলিং তোপে দাঁড়াতে পারেননি টপঅর্ডারের তিনজন।

প্রথম ওভারেই স্যাম কারেনের দুই বলে শান্ত-লিটনের গোল্ডেন ডাক। প্রথম ওভারে জোড়া আঘাতের পর নিজের দ্বিতীয় ওভারেই মুশফিককে ফেরান বাঁহাতি এই পেসার। ৪ রান করেন মুশফিক।

তবে বাংলাদেশকে ম্যাচে ফেরাতে লড়ছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জুটিতে প্রতিরোধ গড়ছে স্বাগতিকরা। 

এর আগে, জেসন রয়ের সেঞ্চুরি ও জস বাটলারের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রান করে ইংল্যান্ড। বাংলাদেশের মাটিতে এটিই তাদের দলীয় সর্বোচ্চ।

তাই সিরিজে টিকে থাকতে হলে রেকর্ড করতে হবে বাংলাদেশকে। এই ফরম্যাটে সর্বোচ্চ ৩২২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যেটি ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

সংক্ষিপ্ত স্কোরকার্ড

ইংল্যান্ড: ৩২৬/৭; ৫০ ওভার; (রয় ১৩২, সল্ট ৭, মালান ১১, ভিন্স ৫, বাটলার ৭৬, জ্যাকস ১, মইন ৪২, কারান ৩৩*, রশিদ ৬*); (সাকিব ১০-০-৬৪-১, তাইজুল ১০-৫৮-১, তাসকিন ১০-০-৬৬-৩, মোস্তাফিজুর ১০-০-৬৩-০, মিরাজ ১০-৭৩-২)।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh