দ্রুততম মানব নাইম, মানবী আইরিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম

দ্রুততম মানব নাইম শেখ আর দ্রুততম মানবী আইরিন আক্তার। ছবি: সংগৃহীত

দ্রুততম মানব নাইম শেখ আর দ্রুততম মানবী আইরিন আক্তার। ছবি: সংগৃহীত

শেখ কামাল দ্বিতীয় যুব গেমসে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছেন খুলনা বিভাগের নাইম শেখ। আর দ্রুততম মানবী হয়েছেন রংপুর বিভাগের আইরিন আক্তার।   

আজ শনিবার (৪ মার্চ) বনানীর আর্মি স্টেডিয়ামে ছেলেদের বিভাগে ১২ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন নাইম। ১২ দশমিক ৯০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন খুলনার রবিউল ইসলাম। ১১ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহীর আরিফ বিল্লাহ।

মেয়েদের বিভাগে সোনা জিততে আইরিন সময় নিয়েছেন ১২ দশমিক ২০ সেকেন্ড। ১২ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন খুলনার সুলতানা জিন্নাত এবং ১২ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন রাজশাহীর উম্মে সুলতানা পপি।

ছেলেদের ৮০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন ময়মনসিংহের আসলাম শিকদার এবং মেয়েদের সোনা জিতেছেন চট্টগ্রামের তানজিনা আক্তার তানিশা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh