রাজধানীতে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০৩:৪৮ পিএম

আজ দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ঘটে। ছবি: সংগৃহীত

আজ দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ঘটে। ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

আজ রবিবার (৫ মার্চ) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ধাওয়া দিয়েছে তাদের। এছাড়া টিয়ারসেলও নিক্ষেপ করা হয়েছে। দুপুর একটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক (গ্রিন রোড) হয়ে যান চলাচল বন্ধ ছিল। পরে ২টার পরে স্বাভাবিক হয়।

উপ-পরিদর্শক রায়হান সিরাজী বলেন, শিক্ষার্থীদের গণ্ডগোল থেকে যেন বড় ধরনের সংঘর্ষ না ঘটে সেজন্য পুলিশ মাঠে রয়েছেন। 

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার (২ মার্চ) আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে সামনে এসে নাম ফলক খুলে নিয়ে গেছে। সেই ঘটনার জেরে আজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh