বোলিং দিয়ে মান রক্ষার শেষ চেষ্টায় টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০৩:৫৮ পিএম

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ক্রিজে ব্যাটিং করছেন। ছবি: বিসিবি

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ক্রিজে ব্যাটিং করছেন। ছবি: বিসিবি

খেলার শুরুতেই বাংলাদেশের ব্যাটাররা বিপর্যয়ের মুখে পড়ে। প্রথম ওভারে লিটন দাস ও তৃতীয় ওভারে তামিম ইকবালকে হারিয়ে বিপাকে পড়ে তামিমবাহিনী। পরে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তের ১০০ রানের বেশি জুটি গড়ে দলকে খাদের কিনারা থেকে বাঁচান। দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলকে বড় পুঁজি সংগ্রহে আশাও দেখিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত টাইগারদের ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কাটতে পারেনি। তামিমদের ২৪৬ রানের স্বল্প পুঁজিতে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই চালিয়ে যাওয়াই এখন দুষ্কর ব্যাপার। এখন ব্যালিং দিয়ে মান রক্ষার চেষ্টাটুকু কেবল অবশিষ্ট রয়েছে।

আজ সোমবার (৬ মার্চ) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে খেলতে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।

এদিন এই তিন হাফ সেঞ্চুরির ওপর ভর করে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের সামনে ২৪৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ।

আজ দুই ওপেনার লিটন দাস এবং তামিম ইকবাল পাননি বড় রানের দেখা। তামিম ১১ করে ফিরলেও লিটন ফিরে যান কোনো রান ছাড়াই। তবে পরবর্তীতে দলের হাল ধরেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত।

তবে ৫৩ রানে থাকা অবস্থায় রান আউটে কাটা পড়ে বিদায় নেন শান্ত। এরপর অবশ্য ৭০ রানে থাকা অবস্থায় আদিল রশিদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মুশফিকও। রান পাননি মাহমুদউল্লাহ রিয়াদও, ফিরে যান বোল্ড আউট হয়ে আট রান করে। ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন, ফিরে যান ১৫ রান কনে। সাকিব আল হাসান তখনো অবিচল ব্যাট হাতে। 

এরপর ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। তবে শেষ দিকে সাকিব দ্রুত রান তোলার চেষ্টা করলেও বেশি দূর দলকে নিতে পারেননি। সাকিব ৭৫ রানে আর্চারের শিকার হয়ে বিদায় নেন। এরপর দ্রুত অলআউট হয় বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ২৪৬ রানেই থামে টাইগারদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে আর্চার ছাড়াও স্যাম কারেন নেন দুই উইকেট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh