বিএইচবিএফসি ও আইবিবিএলের সমঝোতা চুক্তি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০১:১১ পিএম

বিএইচবিএফসির পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং আইবিবিএলের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মজুমদার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিএইচবিএফসির পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং আইবিবিএলের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মজুমদার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) মধ্যে অনলাইনে অর্থ সংগ্রহ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল সোমবার (৬ মার্চ) বিকেল ৩টায় এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান ও আইবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএইচবিএফসির পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং আইবিবিএলের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন মজুমদার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে বিএইচবিএফসি এবং আইবিবিএলের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান চুক্তিটিকে দুটি প্রতিষ্ঠানের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভ্রাতৃত্বের বন্ধন বলে উল্লেখ করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh