গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ

তৃতীয়বারের মতো নির্বাচিত রফিক মজিদ ও জাহাঙ্গীর আলম

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০১:৫২ পিএম

কবি রফিক মজিদ এবং কবি জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

কবি রফিক মজিদ এবং কবি জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। গতকাল সোমবার (৬ মার্চ) গাঙচিল কেন্দ্রীয় কমিটির প্যাডে সভাপতি মিজানুর রহমান এবং মহাসচিব ড. ইদ্রিস আলী স্বাক্ষরিত নিম্মোক্ত কমিটি অনুমোদন করা হয়।

এতে টানা তৃতীয়বারের মতো এবারও সভাপতি পদে সাংবাদিক ও কবি রফিক মজিদ এবং কবি জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। 

এছাড়া অন্যান্য পদের কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ও নাট্যকার আবুল হাশিম, সহ-সভাপতি মহিউদ্দিন বিন জুবায়েদ ও রাবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শ্যামল, সাংগঠনিক সম্পাদক হাসান শরাফত, অর্থ সম্পাদক সাংবাদিক কাজী মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক ড. আনিসুর রহমান আকন্দ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফ খান হারুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী, সম্মেলন সম্পাদক খালিদুর রহমান মুক্তা, প্রচার সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, গ্রন্থাগার সম্পাদক নাহিদা সুলতানা ইলা, সাহিত্য সম্পাদক আজহারুল ইসলাম টিটু, সমাজকল্যাণ সম্পাদক শারমিন সুলতানা রাকা, মহিলাবিষয়ক সম্পাদক সালমা শৈলী, প্রকাশনা সম্পাদক আল আমীন রাজু এবং দুই জন নির্বাহী সদস্য রোমেল খান ও আদনাস সাইযুম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh