গুলিস্তানে বিস্ফোরণ

মানুষের আহাজারিতে বাতাস ভারী, হাত-পা বিচ্ছিন্ন অনেকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ০৬:৫০ পিএম

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের ভেতরের জিনিসপত্র বাহিরের রাস্তায় চলে আসে। ছবি: সংগৃহীত

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের ভেতরের জিনিসপত্র বাহিরের রাস্তায় চলে আসে। ছবি: সংগৃহীত

রাজধানীর ফুলবাড়িয়ার বিআরটিসি বাস কাউন্টারের পাশের একটি সাততলা ভবনে আজ মঙ্গলবার (৭ মার্চ)  ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের ভেতরের জিনিসপত্র বাহিরের রাস্তায় চলে আসে। ইট, বালু উড়ে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভবনের আশেপাশের মানুষও গুরুতর আহত হন। আতঙ্কে অনেকেই চারিদিকে ছোটাছুটি শুরু করেন।

জানা যায়, ভয়াবহ এ বিস্ফোরণে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। চারদিকে মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে পড়েছে। অনেকের হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

এমন হৃদয়বিদারক ঘটনায় অনেক মানুষ চমকে গিয়েছে। অনেক মানুষকে উদ্ধার করে এই মুহূর্তে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের রক্তদানে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায়  ৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন পুরুষ ও দুইজন নারী বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক ব্যক্তি।

আজ সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

বর্তমানে সেখানে ১১টি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh