যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে আটকের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৭:৪৩ পিএম

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। ফাইল ছবি

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। ফাইল ছবি

যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দলটি।

আজ বুধবার (৮ মার্চ) বিকেলে রাজধানী মালিবাগ এলাকা থেকে তাকে সাদা পোশাকধারী পুলিশের গাড়িতে তুলে নেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সামসুদ্দিন দিদার। বর্তমানে তাকে আটক বা গ্রেপ্তার করার মতো কোনো মামলা নেয় বলেও জানান তিনি।

আব্দুল মোনায়েম মুন্না যুবদলের বর্তমান কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh