ভারতে কয়েক মুহূর্তের মধ্যে ধসে পড়ল বহুতল ভবন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:২৩ এএম

ধসে পড়া ভবন। ছবি: এনডিটিভি

ধসে পড়া ভবন। ছবি: এনডিটিভি

ভারতে নয়াদিল্লির ভজনপুর এলাকায় আকস্মিকভাবে কয়েক মুহূর্তের মধ্যে একটি বহুতল ভবন ধসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

বুধবার (৮ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, বিকেল ৩টা ৫ মিনিটে ফায়ার বিভাগ ভবন ধসের খবর পায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন দমকলকর্মীরা।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দিল্লি ফায়ার সার্ভিস।

উত্তর-পূর্ব দিল্লির সাইঁ বাবা মন্দিরের কাছে ধসে পড়া ভবনটির মালিকের নাম আরিফ মালিক বলে জানা গেছে। ২০ বছর আগে তৈরি ভবনটি কিছুদিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।

পুলিশ জানিয়েছে, এর আগে ১ মার্চ উত্তর দিল্লির রোশনারা রোডে চারতলা একটি ভবনে আগুন ধরার পর সেটি ধসে পড়ে। তবে ওই ঘটনায় কারও প্রাণহানি হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh