যেখানে গেলেই পাবেন টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:২৬ এএম | আপডেট: ০৯ মার্চ ২০২৩, ১১:২৮ এএম

ডলার। প্রতীকী ছবি

ডলার। প্রতীকী ছবি

একটানা কাজের অবসাদ থেকে মুক্তি পেতে ভ্রমণের বিকল্প নেই। একটি আনন্দময় ভ্রমণ শুধু যে মনকে চাঙা করে এমন নয়, শরীরের ওপরও রয়েছে এর প্রভাব। তবে সেক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়ায় টাকা। টাকার অভাবে অনেকে বিদেশ তো দূরের কথা, নিজের দেশটাও ভালোভাবে ঘুরে দেখতে পারেন না। 

তবে এবার ভ্রমণ করতে হলে আপনাকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না বরং উলটো আপনাকেই টাকা দেওয়া হবে। অবিশ্বাস্য হলেও বিষয়টি সত্য। এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ান।

পর্যটক আকর্ষণ করতে ব্যতিক্রমী এই ঘোষণা দিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার। একজন পর্যটক ১৬৫ মার্কিন ডলার পাবেন এখানে ভ্রমণের উদ্দেশ্যে আসলে। এছাড়া দল নিয়ে তাইওয়ান ভ্রমণে গেলেও পর্যটকদের নগদ অর্থ দেওয়া হবে।

কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটন। অথচ ওই দেশের অর্থনীতির বড়সড় অংশ পর্যটনের উপর নির্ভর করে আছে। তাই পর্যটকদের উৎসাহ দিতেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে তাইওয়ান সরকার।

দ্বীপটির সরকারপ্রধান চেন চিয়েন-জেন জানান, এই বছর পর্যটনের উপরে অনেক বেশি মন দিচ্ছে সরকার। চলতি বছর তাইওয়ানে ৬০ লাখ পর্যটক আকর্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে পর্যটকের সংখ্যা এক কোটিতে নেওয়ার লক্ষ্য আছে।

তাইওয়ানের পর্যটন ব্যুরোর ঘোষণা অনুযায়ী, একজন পর্যটককে পাঁচ হাজার তাইওয়ানি ডলার দেওয়া হবে। মোট পাঁচ লাখ পর্যটককে এই নগদ প্রণোদনা দেওয়া হবে। এছাড়া দল নিয়ে অর্থাৎ কয়েকজন মিলে তাইওয়ানে ঘুরতে যাবে এমন ৯০ হাজার পর্যটক দলের প্রতিটিকে ২০ হাজার করে তাইওয়ানি ডলার নগদে দেওয়া হবে।

তাইওয়ানের যোগাযোগমন্ত্রী ওয়াং কুয়ো-সাই জানান, তাইওয়ানে আসা পর্যটকদের এই টাকা সরাসরি অনলাইন মাধ্যমে দেওয়া হবে। এই অর্থ তাইওয়ানেই খরচ করতে হবে পর্যটকদের। তাইওয়ানে ঘুরতে গিয়ে সেখানে থাকা-খাওয়া বা পরিবহন খরচের ক্ষেত্রে পর্যটকেরা এই অর্থ ব্যবহার করতে পারবেন।

তবে কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেওয়া হবে অথবা কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ানের সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি।

তাইওয়ান পর্যটন ব্যুরোর দেওয়া হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৯ লাখের কম পর্যটক তাইওয়ান ভ্রমণ করেন। বেশির ভাগ পর্যটক ছিলেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের। তবে ২০১৯ সালে তাইওয়ানে ভ্রমণ করেছেন ১ কোটি ১৮ লাখ পর্যটক, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh