খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে মন্ত্রণালয়ের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১২:৪৪ পিএম | আপডেট: ০৯ মার্চ ২০২৩, ১২:৫২ পিএম

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। একইসঙ্গে তার মুক্তি মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এখন কেবল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা। তার পরেই খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করছে। 

জানা গেছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর নিয়মানুযায়ী খালেদা জিয়ার মুক্তির বিষয়ে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করবে সরকার।

উল্লেখ্য, গত ৬ মার্চ পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। চলতি মাসের ২৪ তারিখ বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে।

২০২০ সালে দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশ মুক্তির মেয়াদ বাড়ানো হয়। এ নিয়ে ছয়বার তার মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh