টনক নড়ল রাজউকের, ঢাকার সব ভবনে যাচ্ছে নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০১:৩০ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় টনক নড়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। এ ঘটনায় রাজধানী ঢাকার সব ভবনে সাত দিনের মধ্যে সতর্কতা নোটিশ পাঠাবে রাজউক।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) রাজউকের সদস্য (উন্নয়ন ও প্রশাসন) তন্ময় দাস গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকার প্রতিটি ভবন সার্ভে করে বেজমেন্টে কোনো দোকান বা রেস্টুরেন্ট থাকলে ভবন মালিককে প্রাথমিক সতর্কতা নোটিশ দেবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজউকের সদস্য (উন্নয়ন ও প্রশাসন) তন্ময় দাস। ছবি: সংগৃহীত 

গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ৭ দিনের মধ্যে আমরা এই সার্ভে শেষ করব এবং এরপর ভবন মালিকদের সতর্কতামূলক নোটিশ দেওয়া হবে।

ঢাকাকে ২৪টি সাবজোনে ভাগ করে এই সার্ভে করা হবে বলেও জানান তিনি।

গত মঙ্গলবার বিকেলে গুলিস্তানের ওই ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh