জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে ঝিনাইদহ পরিবেশক সমিতির বনভোজন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০১:৫৭ পিএম

ঝিনাইদহ পরিবেশক সমিতির বনভোজন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পরিবেশক সমিতির বনভোজন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে ঝিনাইদহ পরিবেশক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৩ মার্চ) ঝিনাইদহ জোহন ড্রিম ভ্যালিতে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিবেশক সমিতির সভাপতি আনিসুর রহমান জোয়ার্দার। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সুশীল সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন মুক্ত, কোষাধ্যক্ষ খুরশীদ আলম, প্রচার সম্পাদক নুর উদ্দীন আহমেদ ও সংগঠনের সদস্যসহ তাদের পরিবারবর্গ।

দুপুরে খাওয়া-দাওয়ার পর শুরু হয় বিভিন্ন ক্রিড়া ইভেন্ট । সেখানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা পুরস্কার প্রদান করেন।

প্রধান অতিথি পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আমাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। ভোক্তারা যেন ন্যায্য দামে আমাদের মালামাল ক্রয় করতে পারেন সে দিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, জাহেদী ফাউন্ডেশন সবসময় সুন্দর ও ন্যায়ের পক্ষে কাজ করে। ভবিষ্যতেও এর কোন ব্যত্যয় হবে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh