গুলিস্তানে বিস্ফোরণ

আজও খুলছে না সিদ্দিকবাজারের সেই সড়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০২:৩৫ পিএম

বিস্ফোরণস্থলের সামনের রাস্তার একপাশ আজও বন্ধ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

বিস্ফোরণস্থলের সামনের রাস্তার একপাশ আজও বন্ধ রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় ভবনের সামনের সড়ক যান চলাচলের জন্য এখনও খোলা হয়নি। পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবারও (৯ মার্চ) সড়কটি বন্ধ থাকবে। বড় কোনো দুর্ঘটনার এড়াতে সড়কটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বুধবার (৮ মার্চ) রাতে রাজউক ও বুয়েটের সম্মিলিত বিশেষজ্ঞ দল পরিদর্শন শেষে ভবনটিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেন।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন, রাজউক, সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস থেকে নির্দেশনা পেলেই সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তার আগে সড়কটি বন্ধ থাকবে। সড়করে পাশেই ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এ অবস্থায় আর ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

এই রাস্তায় চলাচলকারীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পুলিশ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় ৭ তলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh