‘বিকেলে বাসায় ফেরার কথা কইল, ফিরল লাশ হয়ে’

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৩:১০ পিএম

সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার লতা ইউনিয়নের চরসন্তোষপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫)। রাজধানীর ইসলামপুরে তার থানকাপড়ের দোকান রয়েছে।

ব্যবসা পরিচালনার সুবাদে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জ শহরের ঢাকেশ্বরী ২ নম্বর সড়কে। মঙ্গলবার বিকালে দোকান থেকে নারায়ণগঞ্জের বাসায় ফেরার জন্য গুলিস্তানে বাসের অপেক্ষা করছিলেন তিনি। এসময় বিস্ফোরণে মৃত্যু হয় তার।

গতকাল বুধবার সকালে ইসহাকের নিথর মৃতদেহ পৌঁছায় নিজ বাড়ি মেহেন্দিগঞ্জে। এসময় স্বজন হারানোর আর্তনাদে ভারি হয়ে যায় এলাকার পরিবেশ। স্বামী ইসহাক মৃধা আর ফিরবে না, এ কথা ভেবে একটু পরপর কেঁদে উঠছেন স্ত্রী ফাতেমা আক্তার। স্বজনদের সান্ত্বনাও তাকে শান্ত করতে পারছে না।

কেবলই বিলাপ করছে ফাতেমা আক্তার। আর বলছিলেন, ‘বিকেলে বাসায় ফেরার কথা কইল লোকটা। ফিরল লাশ হয়ে। আর কোনো দিন তিনি ফিরবেন না। দুই ছেলে নিয়ে কীভাবে বাঁচব জানি না।’ ফাতেমা আক্তারের এমন বুকফাটা আর্তনাদে পানি এসে যায় প্রতিবেশীদের চোখেও।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হাওলাদার বলেন, ইসহাক মৃধার মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তান থেকে বাসে নারায়ণগঞ্জের বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বাসায় আর ফেরা হয়নি তার। গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান তিনি।

ইসহাক মৃধার ফুপাতো ভাই হুমায়ুন কবির খান বলেন, বুধবার সকালে ঢাকা থেকে ইসহাক মৃধার লাশ অ্যাম্বুলেন্সে চরসন্তোষপুর গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এসময় তার বৃদ্ধা মা হালিমা বেগম, স্ত্রী ফাতেমা আক্তারসহ স্বজনদের কান্নাকাটি দেখে উপস্থিত অনেকের চোখই আর্দ্র হয়ে ওঠে। বিকেলে স্থানীয় একতা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ইসাহাক মৃধার বড় ভাই জহিরুল ইসলাম বলেন, আমার ভাইয়ের স্ত্রী ও ছোট দুটি ছেলে আছে। ঢাকায় ব্যবসা করে ভালোই সংসার চলছিল। মায়ের জন্য প্রতি মাসে টাকা পাঠাইতো। এখন ভাইয়ের বউ ও সন্তানদের কে দেখবে?

উল্লেখ, বুধবার বিকালে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারের কুইন স্যানিটারি মার্কেটে হিসেবে পরিচিত সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের দুই পাশে থাকা আরো দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ২১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh