বিআরটির কাজ দ্রুত শেষ করার ব্যবস্থা নেয়া হবে: চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৩:২৫ পিএম

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। ছবি: সংগৃহীত

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ইয়েন জানিয়েছেন, ঢাকা বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস রাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে মন্ত্রীকে অবহিত করেন।

এছাড়া সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh