ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে ১১ কোটি টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৩:৪৮ পিএম | আপডেট: ০৯ মার্চ ২০২৩, ০৩:৫১ পিএম

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ। ছবি: ফাইল

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ। ছবি: ফাইল

রাজধানীর উত্তরায় বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে উত্তরার ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ব্যাংকের টাকা বহনকারী গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

পুলিশ বলছে, গাড়িটি বুথে টাকা ঢুকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে ওই গাড়িতে সোয়া ১১ কোটি টাকা ছিল।

তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ-বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh