বাংলাদেশের সামনে ১৫৭ রানের লক্ষ্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৪:৫৫ পিএম | আপডেট: ০৯ মার্চ ২০২৩, ০৬:১৯ পিএম

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন বাটলার।

বাংলাদেশের বোলিং আক্রমণের শুরুটা স্পিনার নাসুম আহমেদকে দিয়ে। প্রথম ওভারেই ৯ রান খরচ করেন এই বাঁহাতি বোলার। সাফল্য পেতে নাসুমের পরই দ্বিতীয় ওভারে তাসকিন ও তৃতীয় ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনেন সাকিব। যদিও তাতে খুব বেশি লাভ হয়নি। ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট শুরুটা করেন দেখেশুনেই।

দলীয় ৪৫ রানেই ইংলিশদের প্রতিরোধ ভাঙার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে নাসুমের বলে সহজ ক্যাচ ছেড়ে দেন অধিনায়ক সাকিব আল হাসান। আর এই সুযোগে এই প্লেতে কোনো উইকেট না হারিয়ে ইংলিশদের সংগ্রহ ৫১ রান।

এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইলিংশরা। ১০ ওভারে স্কোরবোর্ডে তুলে ফেলে ৮০ রান। বাংলাদেশের হয়ে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নাসুম আহমেদ। দলীয় ৮০ রানে ৩৮ রান করা সল্টকে ফেরান নাসুম। এরপর উইকেটে আসেন ডেভিড মালান। তাকে খুব বেশিক্ষণ উইকেটে থিতু হতে দেননি সাকিব। দলীয় ৮৮ রানে মালানকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি এনে দেন সাকিব।

তবে এরপরই ডাকেটকে নিয়ে নতুন করে পার্টনারশিপ গড়ে তোলেন বাটলার। এই দুজনের ৪৭ রানের পার্টনারশিপ গড়ে তোলে ইংল্যান্ড। দলীয় ১৩৫ রানে ডাকেটকে ফিরিয়ে স্বস্তি ফেরান মুস্তাফিজ। মুস্তাফিজের পরই বাটলারকে ফেরার হাসান মাহমুদ। ৪২ বলে ৬৭ রান করেন বাটলার।

এরপর হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডের বড় স্কোরের আশায় লাগাম টানে বাংলাদেশ। শেষমেষ ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি তুলতে পারেনি সফরকারী ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ১৫৬/৬ (২০ ওভারে) সল্ট ৩৮, বাটলার ৬৭, মালান ৪, ডাকেট ২০, মঈন ৮*, কারান ৬, ওকস ১, জর্ডান ১*; নাসুম ৪-০-৩১-১, তাসকিন ৪-০-৩৫-১, মুস্তাফিজুর রহমান ৪-০-৩৪-১,সাকিব ৪-০-২৬-১, হাসান ৪-০-২৬-২)

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh