জাবিতে বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

জাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৫:৫৩ পিএম | আপডেট: ০৯ মার্চ ২০২৩, ০৫:৫৫ পিএম

‘যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না’ স্লোগানকে ধারণ করে আগামীকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ‘LOJENS  জাডস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩।’

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিযোগিতার আহবায়ক মীর হাসিবুল হাসান রিশাদ। 

রিশাদ বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জাডস), বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিতর্কচর্চার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে ‘LOJENS- আডস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা- ২০২৩।’ প্রতিযোগিতায় জাবির ২৪টি বিভাগ অংশগ্রহণ করবে৷

তিন দিনব্যাপী আয়োজনে থাকছে বাংলা এশিয়ান সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও ৬ দিন ব্যাপী অনলাইন কুইজের আয়োজন।

আগামীকাল শুক্রবার সকাল ১০টায় নতুন কলা ভবনে প্রতিযোগিতাটি শুরু হবে। ট্যাবিং পদ্ধতির মাধ্যমে এই আয়োজন চলবে ১৩ মার্চ পর্যন্ত। 

এছাড়াও ১১ মার্চ নতুন কলা ভবনে উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হবে। উপস্থিত বক্তৃতা সবার জন্য জন্য উন্মুক্ত। ৭ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত অনলাইনে কুইজ প্রতিযোগিতা হবে। কুইজে বিজয়ীদের ৫ হাজার টকার মেধাবৃত্তি ও সম্মাননা সনদ দেয়া হবে।

আগামী ১৩ মার্চ বিকাল ৪ টায় শহীদ মিনার প্রাঙ্গণে সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে৷ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, জাবি প্রক্টর ও জাডসের উপদেষ্টা আ.স.ম ফিরোজ-উল হাসান উপস্থিত থাকবেন।

আয়োজন সম্পর্কে আহবায়ক রিশাদ বলেন, দীর্ঘদিন পর আমরা আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়েজন করছি। নবীন শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। সামনের দিনগুলোতে আমাদের ধারা অব্যাহত থাকবে।

এসময় সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহির প্রান্ত, সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ অনিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির স্লোগানকে ধারণ করে ১৯৯৭ সাল থেকে বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিতর্কচর্চা শুরু করে সংগঠনটি। নতুন বিতার্কিক তৈরি ও বিশ্ববিদ্যালয়ে মননশীলতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করছে সংগঠনটি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh