বরগুনায় তাপ বিদ্যুৎকেন্দ্রে আগুন

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৬:৫৪ পিএম

তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আগুন। ছবি: বরগুনা প্রতিনিধি

তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে আগুন। ছবি: বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে বিদ্যুৎকেন্দ্রের মূল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কর্মরত শ্রমিকরা টের পেয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।

এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার বদিউজ্জামান বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh