ঝিনাইদহে ২ ডাকাত সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৭:০৭ পিএম

গ্রেপ্তারকৃত ডাকাত দলের ২ সদস্য। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

গ্রেপ্তারকৃত ডাকাত দলের ২ সদস্য। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ২ ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার শহিদুল শেখ গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানার চরবাহারা গ্রামের সেকেন শেখের ছেলে এবং ডাকাত দলের মেডিসিন মাস্টার ফিরোজ ফকির পিরোজপুর জেলার হরিনাগাজীপুর গ্রামের আহম্মদ আলী ফকিরের ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক খালিদ হাসান ও সহকারী উপ-পরিদর্শক এখলাস জানান, গেল জানুয়ারি মাসের ২০ তারিখ রাতে সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে এবং ফেব্রুয়ারি মাসের ১ তারিখ রাতে শহরের পবহাটি এলাকায় বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় সদর থানায় ডাকাতি ও দস্যুতা মামলা করা হয়।

এই মামলার পলাতক আসামি ডাকাত সর্দার শহিদুল শেখ ও মেডিসিন মাস্টার ফিরোজ ফকির মাদারীপুর জেলার কালকিনি থানা এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হওয়া যায়। পরে ভোররাত ৩ টার দিকে তাদের ওই এলাকা থেকে গ্রেপ্তার করে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর পর তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh