নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৭:৫১ পিএম
ডিজেল আমদানির জন্য স্থাপিত পাইপ লাইন। ছবি: সংগৃহীত
চলতি মার্চ মাসেই ভারত থেকে পাইপ লাইনে বাংলাদেশে ডিজেল আসা শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আগামী ১৮ মার্চ দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে ভার্চ্যুয়ালি এর উদ্বোধন করবেন বলেও নিশ্চিত করা হয়।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৮ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির চূড়ান্ত বাস্তবায়ন উদ্বোধন করবেন।
আব্দুল মোমেন আরও জানান, সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ বৈঠকে যোগদানকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে তার বৈঠক হয়েছে। এসময় নানা বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমরা বলেছি, সীমান্ত হত্যা নিয়ে আপনারা যে অঙ্গীকার করেছেন, সেটা রাখেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে রেললাইনসহ যেসব নির্মাণ স্থাপনা তৈরিতে দেশটি আপত্তি জানিয়েছিল, তারা সেটা তুলে নিয়েছেন। এখন আমাদের কাজগুলো সুচারু হবে।
ড. মোমেন বলেন, নিত্যপণ্য রপ্তানিতে তারা (ভারত) যেন হঠাৎ করে বন্ধ না করে দেয়, সে বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।